ইয়থ এ্যাম্বসেডর গ্রুপ সুনামগঞ্জের উদ্যোগে ‘সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে ইয়থ গ্রুপের দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪) সকাল থেকে দিনব্যাপী শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎ জ্যোতি পাঠাগার মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান মনির ফিতা কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন এবং অতিথিরা বিভিন্ন উপজেলার ইয়থ গ্রুপের কাজের বিভিন্ন ছবি এবং রিপোর্ট সংবলিত গ্যালারী পরিদর্শন করেন।
শুরুতেই ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাদের মধ্যে ‘ছাত্র রাজনীতিই উন্নত গণতন্ত্রের একমাত্র পূর্বশর্ত’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। পক্ষ দলে ছিলেন মনিরাজ, তারাকুল হক, জানে আলম, তানভীর চৌধুরী বিপক্ষ দলে ছিলেন ইমরানুল হাসান, নাইম আহমদ,মৌসুমী আক্তার, বর্ণা দাস। মডারেটরের দায়িত্ব পালন করেন অভিজিৎ রায়, বিচারক ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম শাহীন, সুনামগঞ্জ জেলা সুজনের সাধারণ সম্পাদক প্রভাষক ফজলুল করিম সাঈদ। বিচারকরা দু দলকেই যৌথ ভাবে বিজয়ী ঘোষণা করেন। শ্রেষ্ট বক্তা নির্বাচিত হন বিপক্ষ দলের দল নেতা বর্ণা দাস।
প্রতিযোগিতায় অংশ নেন ছাত্রলীগের দিলন আহমদ, ছাত্রদলের মনসুর আহমেদ, তানভীর চৌধুরী, ছাত্রলীগের মনিরাজ, ছাত্রদলের রনি, ছাত্রলীগের সৈকত, আল আমিন, সাধারণ ছাত্র বর্ণা দাস। প্রতিযোগিতায় সাধারণ ছাত্র বর্ণা দাস প্রথম,
ছাত্রদলের মুসসনুর আহমেদ দ্বিতীয় এবং ছাত্রলীগের দিলন তৃতীয় স্থান অর্জন করেন।
শেষে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ সুনামগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা নুরুল হক আফিন্দীর সভাপতিত্বে ও দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের
মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান মণির, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি রেজাউল করিম, আবুল কালাম আজাদ, উপদেষ্টা পরিষদ সদস্য আব্দুস ছাত্তার, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট শাহীন আলম, শান্তিগঞ্জ পিএফজির পিস এম্বাসেডর জিয়াউর রহমান জিয়া, বিশ্বম্ভরপুর পিএফজির সমন্বয়কারী ফুল মালা প্রমূখ।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :