কোটচাঁদপুর রেলওযে স্টেশন অদুর থেকে অজ্ঞাত যুবকের দ্বি-খন্ডিত মৃত দেহ উদ্ধার করেছেন যশোর জিআরপি থানা পুলিশ। সোমবার রাতে এ ঘটনাটি ঘটেছে। তবে এখনও পর্যন্ত মৃত দেহের নাম ঠিকানার সন্ধান মেলেনি বলে জানিয়েছেন জিআরপি থানা পুলিশ।
জানা যায়,মঙ্গলবার সকালে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের অদুরের বিলের মাঠ নামকস্থান থেকে অজ্ঞাত যুবকের দ্বি-খন্ডিত মৃত দেহ উদ্ধার করেন য়শোর জিআরপি থানা পুলিশ। এ সময় তাঁর পাশ থেকে উদ্ধার করেন মোবাইল সেট,বেশ কিছু সিম কার্ড ও ব্যাংকের এটিএম কার্ড। ময়না তদন্তের জন্য জিআরপি পুলিশ তাঁর মৃত দেহ উদ্ধার করে নিয়ে গেছেন। তবে এখনও পর্যন্ত মৃত দেহের নাম ঠিকানার সন্ধান মেলেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ ব্যাপারে কোটচাঁদপুর রেলের ওয়েম্যান আব্দুর রহিম বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখতে পেলাম যুবকের দ্বি-খন্ডিত মৃত দেহ। তবে নাম পরিচয় পাওয়া যায়নি। বয়স ২৫/৩০ হতে পারে বলে জানিয়েছেন তিনি।
কোটচাঁদপুর স্টেশনের সহকারী স্টেশন মাস্টার দিপংকর ঘোষ বলেন,কোন ট্রেনে কাটা পড়েছে এটা আমরা নিশ্চিত হতে পারিনি। তবে সর্বশেষ স্টেশন ছেড়েছেন বেনাপল ট্রেন। ওই ট্রেনের ড্রাইভার লাইনের উপর মৃত দেহ পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন।এরপর আমরা জানতে পারি। ট্রেনে কাটা যুবকের বয়স আনুমানিক ২৫/৩০ বছর হতে পারে।
তিনি বলেন,আমরা মৃত দেহ উদ্ধারে যশোর জিআরপি পুলিশে খবর দিয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত মৃত দেহের নাম পরিচয় পাওয়া যায়নি।
যশোর জিআরপি পুলিশের উপপরিদর্শক( এসআই) মনিতোষ বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। তবে মৃত দেহের কোন নাম ঠিকানা পাওয়া যায়নি। তাঁর পাশ থেকে মোবাইল, বেশ কিছু সিম কার্ড ও ব্যাংকের এটিএম কার্ড পাওয়া গেছে।
তিনি বলেন,মৃত উদ্ধার করা হয়েছে। যশোর নিয়ে যাওয়া হবে। ওখানে পিবিআই তদন্ত করে দেখবেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত দেহের নাম ঠিকানার সন্ধান পাওয়া যায়নি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :