কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রিজুর ওপর নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে মিরপুর প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।
মঙ্গলবার (২৫ জুন) বেলা সাড়ে ১১ টায় কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মিরপুর প্রেসক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস`র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন`র পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার, সহ সভাপতি জমির উদ্দিন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর মন্ডল, রিপোর্টাস ইউনিটির সহ-সভাপতি রাশেদুজ্জামান রাশেদ।ি
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সালাম, সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, সাবেক সাধারণ সম্পাদক মারফত আফ্রিদী, প্রেস ক্লাবের প্রচার ও দপ্তর সম্পাদক কুদরতে খোদা সবুজ, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, সদস্য শেফাদুল ইসলাম চান্নু, আশরাফুল আলম হীরা, মিরপুর রিপোর্টাস ইউনিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাব্বির হোসেন সাংবাদিক আব্দুল আউয়াল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানান।
উল্লেখ্য, গত ১৯জুন বিকেলে বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভির কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার হাসিবুর রহমান রিজুর ওপর সন্ত্রাসী হামলা চালায়। কুষ্টিয়া শহর সংলগ্ন হাটশ হরিপুর ইউনিয়নের হাটশ হরিপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে। রিজু স্থানীয় হাটশ হরিপুর গ্রামের আমজাদ মালিথার ছেলে। তিনি কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও স্থানীয় দৈনিক সত্য খবর পত্রিকার সম্পাদক। হামলায় রিজুর দুই হাত, দুই পা ও মাথায় গুরুতর জখম হয়।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :