বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশ ৩০ মামলার আসামি মো. ইমরান শেখ (৩৫) একাধিক অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে।
সোমবার (২৪ জু) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার লখপুর ইউনিয়নের ছোট খাজুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে বাগেরহাট আদালতে তাকে সোপর্দ করা হয়েছে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় এক সংবাদ সম্মেলনে জানান, সোমবার রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদ পেয়ে উপজেলার লখপুর ইউনিয়নের ছোট খাজুরা এলাকায় ৩০ মামলার আসামি মো. ইমরান শেখের বাড়িতে পুলিশ অভিযান পরিচালনা করে।
তিনি আরও জানান, তার ঘর তল্লাশি করে একটি লোহার তৈরি দেশীয় পুরাতন পিস্তল (৯ ইঞ্চি), পাঁচ রাউন্ড বন্দুকের গুলি, একটি চায়না রাইফেলের গুলি, একটি তালা কাটার, একটি বার্মিজ চাকু, একটি কাঠের বাটের চাকু, দুইটি কাটিং প্লাস, একটি পাইপ রেঞ্জ ও দুইটি দা উদ্ধার করা হয়েছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বলেন, ইমরান শেখের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে। এছাড়াও তার নামে ফকিরহাটসহ বিভিন্ন থানায় চারটি ডাকাতি, ছয়টি দস্যুতা, তিনটি চুরি, তিনটি বিস্ফোরক আইনে মামলা, একটি চাঁদাবাজি, সাতটি মাদক, একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাসহ মোট ৩০টি মামলা রয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :