লালমনিরহাটের কালীগঞ্জে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) গুলিতে নুরুল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। গতরাতে উপজেলার লোহাকুচি সীমান্তে এ ঘটনা ঘটে।
নুরুল ইসলাম লোহাকুচি গ্রামের বাসিন্দা।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, গভীর রাতে চার থেকে পাঁচ জন বাংলাদেশি গরু পারাপারের উদ্দেশ্যে লোহাকুচি সীমান্ত দিয়ে ভারতে ঢোকে। এ সময় ভারতের কোচবিহার জেলার সিতাই থানার ৭৮ বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান নুরুল।
পরে অন্যরা তাঁর মরদেহ দেশে নিয়ে আসে। খবর পেয়ে গোড়ল তদন্ত কেন্দ্রের পুলিশ মরদেহ উদ্ধার করে।
লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
একুশে সংবাদ/ই.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :