শেরপুরের নালিতাবাড়ীতে মসজিদের বারান্দা থেকে অজ্ঞাত ষাটোর্ধ একবৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।বুধবার (২৬জুন) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পশ্চিম রাজনগর খানারাপারা জামে মসজিদ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বুধবার ভোর আনুমানিক ৪:২০ ঘটিকায় পশ্চিম রাজনগর খানারপাডা জামে মসজিদের মোয়াজ্জিন রহিচ উদ্দিন ফজরের নামাজের আজান দিতে এসে মসজিদের বারান্দায় অজ্ঞাতনামা একজনকে (পাগল/ভিক্ষুক) মসজিদের বারান্দায় বসে থাকতে দেখতে পায়। নামাজ শেষে মুয়াজ্জিন মসজিদের পাশেই তিনানী বাজারে যায়। বাজার হতে মসজিদের পাশ দিয়ে বাড়ি ফেরার পথে দেখতে পায় যে, অজ্ঞাতনামা লোকটি মসজিদের বারান্দায় অচেতন অবস্থায় শুয়ে আছে। স্থানীয় ইউপি মেম্বার আকাবর হোসেনকে সংবাদ দিলে তিনি ও আশপাশের লোকজন এসে দেখতে পায় অজ্ঞাতনামা লোকটি মৃত্যুবরণ করেছেন। পরে নালিতাবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে নালিতাবাড়ীতে নিয়ে আশে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত মনিরুল আলম ভুঞা জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশের পরিচয় সনাক্তের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :