নওগাঁর পত্নীতলায় বেসরকারী এনজিও সংস্থা আশ্রয় বাংলাদেশের প্রান্তিক পরিবারের শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত এবং মানসম্মত শিক্ষা (এনসিওর) প্রকল্পের আওতায় উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটি (ইডিসি) এর ষান্মাসিক সভা বুধবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ পপি খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথির হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। স্বাগত বক্তব্য রাখেন আশ্রয় এনসিওর প্রকল্পের উপজেলা ম্যানেজার তহমিনা খাতুন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়রম্যান আব্দল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা বেগম, উপজেলা শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জয়নাল আবেদিন, উপজেলা তথ্য সেবা অফিসার তিথী রাণী শর্মা, আশ্রয় এনসিওর প্রকল্পের ম্যানেজার সেলিম উদ্দীন, এ্যাসিসটেন্ট এ্যাডমিনিসট্রেষ্টি রায়হান মন্ডল, প্রকল্প স্টাফ মিনা রাণী, আশিরুল আজাদ প্রমুখ। এছাড়াও উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।
এসময় আশ্রয় এনসিওর প্রকল্পের ম্যানেজার সেলিম উদ্দীন সংস্থাটির পরিচিতি, প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে সভায় সকলকে অবহিতকরণ শেষে গত অর্থ বছরের অর্জন ও প্রান্তিক শিশুদের শিক্ষার মান নিশ্চিত করতে বিস্তারিত আলোচনা করেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :