ঘটনার ২৪ ঘন্টা পরও সন্ধান মেলেনি কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে মস্তক ও হাত বিহীন অজ্ঞাত যুবকের মৃত দেহের। অবশেষে মৃত দেহ আঞ্জুমানে মফিদুলে দিয়েছেন বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা যশোর জিআরপি পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিতোষ।
জানা যায়,গেল মঙ্গলবার(২৫) জুন সকালে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের অদুরের বিলের মাঠ নামকস্থান থেকে অজ্ঞাত যুবকের মস্তক ও হাত বিহীন মৃত দেহ উদ্ধার করেন য়শোর জিআরপি থানা পুলিশ। এ সময় তাঁর পাশ থেকে উদ্ধার করেন মোবাইল সেট,বেশ কিছু সিম কার্ড ও ব্যাংকের এটিএম কার্ড। পরে ময়না তদন্তের জন্য যশোর জিআরপি পুলিশ তাঁর মৃত দেহ উদ্ধার করে নিয়ে যান। তবে ঘটনার ২৪ ঘন্টা পর ও মৃত দেহের নাম ঠিকানার সন্ধান করতে পারেননি সংশ্লিষ্টরা।
ট্রেনে কাটা পড়ে যুবকের বয়স আনুমানিক ২৫/৩০ বছর হতে পারে বলে জানা যায়। যশোর জিআরপি পুলিশের উপপরিদর্শক( এসআই) মনিতোষ বলেন,খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃত দেহ উদ্ধার করা হয়। ওই সময় মৃত দেহের পাশ থেকে মোবাইল, বেশ কিছু সিম কার্ড ও ব্যাংকের এটিএম কার্ড পাওয়া গেছে।
তিনি বলেন,মৃত দেহ উদ্ধার করা হলেও ঘটনাস্থল থেকে মস্তক ও হাত পাওয়া যায় না। এরপর ডিবি ও পিবিআই কর্মকর্তারা অনেক ভাবে চেষ্টা চালান, তারপরও মৃত দেহের কোন নাম ঠিকানা সন্ধান করা যায়নি। অবশেষে মৃত দেহটি যশোর আঞ্জুমানে মফিদুলে হস্তান্তর করেছেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :