AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,খুলনা
১১:২০ পিএম, ২৬ জুন, ২০২৪
স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

খুলনায় স্ত্রীকে হত্যার দায়ে ১৮ বছর পর স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (২৬ জুন) দুপুরে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস সালাম খান এ আদেশ দেন। যৌতুকের দাবিতে স্বামী কায়োকাবাদ ২০০৬ সালে স্ত্রী নাজমাকে পিটিয়ে হত্যা করেন বলে আদালত সূত্র জানিয়েছে।

আদালত সূত্র জানায়, ১৯৯৯ সালে কয়রা উপজেলার মো. কায়েদে আযমের সঙ্গে একই এলাকার ফজর ঢালীর মেয়ে নাজমা খাতুনের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে যৌতুকের দাবিতে নাজমাকে নির্যাতন করা হতো। পরবর্তীতে ২০০৬ সালের ৮ সেপ্টেম্বর নির্যাতন চালিয়ে নাজমাকে হত্যা করা হয়। কায়েদে আযম বিষয়টি প্রথমে আত্মহত্যা বলে প্রচার চালায়। পরে ওই বছরের ২০ নভেম্বর নাজমার মা রাজিয়া খাতুন বাদী হয়ে ৭ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন।

একই সঙ্গে এ মামলার অপর ৬ আসামিকে খালাস দিয়েছেন আদালত। খালাসপ্রাপ্ত আসামিরা হলেন মো. কায়েদে আযমের বাবা আবু তালেব গাজী, ভাই ইসরাফিল, ভাবী মাফিয়া খাতুন, বন্ধু মো. মনি, রজব আলী ও জহুরুল।

এ মামলায় ১৭ জন স্বাক্ষীর মধ্য ৯ জন আদালতে সাক্ষ্য দেন। বিচার শেষে বুধবার আদালত মো. কয়েদে আযমকে ফাঁসির আদেশ ও অন্য ৬ আসামিকে খালাস দেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!