মৌসুম উফশী রোপা আমন আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নরসিংদীর পলাশ উপজেলার ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ জুন) সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী-২ পলাশের সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
এসময় আরো বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আয়েশা আক্তার।
শেষে রোপা আমন প্রণোদনার ৩৫০ জন কৃষক এবং রেমাল ঘূর্নিঝড়ে পূনর্বাসনের জন্য ২৫০কৃষকের হাতে বিনামূল্যে ৫ কেজি বীজ ধান ও ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :