পটুয়াখালী বাউফলের তেঁতুলিয়া নদী থেকে অজ্ঞাত এক বৃদ্ধার (৭৫)মরদেহ উদ্ধার করেছে নৌ-ফাঁড়ির পুলিশ। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল গ্রামের ৯ নং ওয়ার্ডের খানকা বাজারের কাছ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা দুপুর ১২টার দিকে নদীতে মরদেহ ভাসতে দেখে কালাইয়া নৌ-ফাঁড়ির পুলিশকে খবর দেয়। পরে তারা বিকাল সাড়ে চারটায় মরদেহ উদ্ধার করে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়ের বলেন, সুরাতহাল শেষে ময়না তদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :