নাটোর জেলার লালপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে দুইদিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এই প্রশিক্ষণে উপজেলার ১৫ কিন্ডারগার্টেন স্কুলের ১০৩ শিক্ষক অংশ গ্রহণ করেন। শুক্রবার (২৮ জুন) বিকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কর্মশালার সমাপ্ত হয়।
উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি সাইদুজ্জামান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ সাগর প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কিন্ডার গার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা সচিব আলহাজ উদ্দিন রোহিত, যোগাযোগ সচিব লুৎফর রহমান, সভার মডেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও ঢাকা জেলার শ্রেষ্ঠ শিক্ষক তৌহিদ হোসেন, লালপুর উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সহ-সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :