বৃষ্টি নামলেই ফুটবল নিয়ে শিশু-কিশোরদের মাঠে খেলতে নামার দৃশ্য আমাদের দেশে খুবই পরিচিত দৃশ্যের একটি। বর্ষায় বৃষ্টির পানিতে মাঠে ফুটবল খেলার মজাই আলাদা। এ যেন শৈশবের আনন্দকে দ্বিগুণ করে দেয়।
শনিবার (২৯ জুন) দুপুরে পাবনার ভাঙ্গুড়া উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে ফুটবল খেলায় মেতে ওঠে একদল কিশোর।
বৃষ্টি ভেজা মাটির গন্ধে তারা খেলেছে ফুটবল। দুই দলে বিভক্ত হয়ে একে অপরের প্রতিদ্বন্দ্বি হয়ে গোলবারে ফুটবল নিয়ে যাচ্ছে। একে অপরকে টেনে ধরছে। কেউ বা আবার মাটিতে আঁছড়ে পড়ছে। কেউ গোল দিয়ে বিজয় চিহৃ দেখিয়ে আনন্দ উল্লাস প্রকাশ করছে। আবার কেউ পানির মধ্যে বসে আছে। খেলোয়ার দর্শক সব ভূমিকাই তারা পালন করছে। দেখে মনে হবে এই আনন্দের শেষ নেই।
খেলায় অংশ নেওয়া সিনবাদ হোসেন, মারুফ হোসেন মুন, বাপ্পীসহ বেশ কয়েকজন বলেন, সবাই হৈ-হুল্লোড় করে বৃষ্টিতে মাঠে নেমে পড়েছি। কে ভালো খেলে আর কে খারাপ খেলে তা দেখার সুযোগ নেই। খেলায় অংশগ্রহণ করাটাই বড়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :