মহাকাশে আটকে আছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস। মহাকাশে আট দিনের কর্মসূচি ছিল সুনিতার। তবে টানা দুই বার পরিবর্তন হয়েছে সুনিতার প্রত্যাবর্তন। নাসার কমার্শিয়াল প্রোগ্রাম ম্যানেজার স্টিভ স্টিচ জানিয়েছেন, মার্কিন মহাকাশ সংস্থা স্টারলাইনারের মিশনের সময়কাল ৪৫ দিন থেকে ৯০ দিন বাড়ানোর কথা বিবেচনা করছে।
কর্মকর্তারা বারবার ইঙ্গিত দিয়েছিলেন, জুনের প্রথম দিকে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরসহ মহাকাশচারীদের ফিরিয়ে আনা নিরাপদ হবে। কিন্তু স্টারলাইনার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে হিলিয়াম নিঃসরণ এবং থ্রাস্টার বিভ্রাটে তাদের ফিরিয়ে আনতে বিপত্তি বাঁধায়। শুক্রবার এক সংবাদ সম্মেলনে নাসা জানায়, আমরা এখন শুধু আমাদের অপারেশনের কার্যকর করার সময়রেখা দেখছি এবং ডেটা পর্যালোচনা করছি। আমাদের মহাকাশচারীদের ফিরিয়ে আনার বিষয়ে আমরা তাড়াহুড়ো করছি না।
বোয়িং-এর কমার্শিয়াল প্রোগ্রামের ভাইস প্রেসিডেন্ট এবং প্রোগ্রাম ম্যানেজার স্টিচ এবং মার্ক ন্যাপিও বলেছেন, স্টারলাইনারের সমস্যার পেছনের কারণ সম্পর্কে আমরা এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না। মহাকাশে নভোচারীদের অবস্থান করার কারণ হচ্ছে গ্রাউন্ড টেস্ট পরিচালনা করার সময় থ্রাস্টারগুলোর ত্রুটিযুক্ত হওয়ার পেছনের সম্ভাব্য কারণগুলো সম্পর্কে জানা। তিনি আরও বলেন, আমরা শতভাগ উত্তর চাই। সেজন্য যদি মহাকাশচারীদের কিছু বেশি সময় মহাকাশে অবস্থান করতে হয় তারপরও আমরা আমাদের গবেষণার ফল আশা করছি।
ইতিমধ্যে, সুনিতা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা তাদের বাকি সদস্যদের সাথে একত্রিত হয়েছেন এবং নিয়মিত কাজ পরিচালনা করছেন। তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ খাদ্য, সংস্থান, যোগাযোগের সরঞ্জাম রয়েছে। দীর্ঘদিন মহাকাশে থাকার জন্য স্টেশনটিতে এই সব জিনিস রাখাই থাকে। সুনিতা ছাড়া বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আরও পাঁচজন মহাকাশচারী আছেন।
একুশে সংবাদ/চে.আই/ হা.কা
আপনার মতামত লিখুন :