নির্বাচন-পরবর্তী সহিংসতায় গুলিতে যুবক নিহতের মামলায় গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভুঁইয়াকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার ৩০ জুন দুপুরে তিনি গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালতের বিচারক মো. কামরুল হাসান জামিন আবেদন নাকচ করে কামরুজ্জামানকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত ১৯ মে কামরুজ্জামান উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নেন।
গত ৮ মে প্রথম ধাপে উপজেলা নির্বাচনের পর ১৪ মে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া বাজারে গুলিতে নিহত হন ওয়াছিকুর নামে এক যুবক। ঘটনার ৩ দিন পর নিহতের বোন পারুল বেগম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামানসহ ২৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৪০-৫০ জনের নামে একটি হত্যা মামলা করেন।
ওয়াছিকুর হত্যা মামলায় এ পর্যন্ত ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, সবুজ সিকদার, মজিবর সিকদার, ইকবাল সিকদার ও রফিক খান।
একুশে সংবাদ/সম./ এসএডি
আপনার মতামত লিখুন :