AB Bank
ঢাকা সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজবাড়ীতে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার


রাজবাড়ীতে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

রাজবাড়ীর পাংশায় টিনের বেড়ার গেট ভেঙে ৫ লক্ষ টাকা চাঁদা দাবিতে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে মোঃ বিপ্লব শেখ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বাদী প্রদীপ কুমার মন্ডলের করা মামলায় গত শুক্রবার (২৮ জুন) ঢাকা জেলার আশুলিয়া থানার নয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। সে পাংশা উপজেলার লোহাবাড়িয়া গ্রামের মোঃ ফটিক শেখের ছেলে।

রোববার (৩০ জুন) দুপুরে পাঠানো এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পাংশা মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার।

ব্রিফিংয়ে তিনি জানান, বাদী প্রদীপ কুমার মন্ডল উপজেলার মিশ্রী পাচবাড়িয়া গ্রামের রবীন্দ্রনাথ মন্ডলের ছেলে। সে সরকারী চাকুরির সুবাদে রাজবাড়ী সদরে স্বপরিবারে বসবাস করেন। গত ১০ এপ্রিল বাদী ঈদুল ফিতরের ছুটিতে মিশ্রী পাচবাড়ীয়া গ্রামে নিজ বাড়ীতে আসেন। ওইদিন রাত সাড়ে ১১ টার দিকে বাদীসহ তার পরিবারের সদস্যগন রাত্রের খাবার শেষে নিজ নিজ রুমে ঘুমিয়ে পড়ার পর রাত আড়াইটার দিকে রুমাল দ্বারা মুখ আটকানো অজ্ঞাতনামা ৬/৭ জন অস্ত্রধারী সন্ত্রাসী বাদীর বসত বাড়ীর পিছনের টিনের বেড়ার গেট এবং ঘরের পিছনের দরজায় স্বজোরে লাথি মেরে দরজা ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ বাদীর দিকে আগ্নেয়াস্ত্র তাক করে খুন করার হুমকী দিয়ে

পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। বাদী জীবন বাঁচানোর জন্য ডাকাত ডাকাত বলে ডাক-চিৎকার করলে দুষ্কৃতিকারীরা ০২ (দুই) রাউন্ড ফাঁকা গুলি করে ভীতি সৃষ্টি করে চলে যায়। বাদী তার  প্রতিবেশী চাচা ও চাচাতো ভাইদের সাথে বাড়ীর মূল ফটকের সামনের উঠানে দাড়িয়ে কথা বলছিল। এ ঘটনার পর ভোর পৌনে ৫ টার দিকে পূনরায় দুষ্কৃতিকারীরা বাদীর বাড়ির সামনের উঠানে এসে হত্যার উদ্দেশ্যে তাদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি করলে তার চাচাতো ভাই লক্ষন চন্দ্র মন্ডল (৩৫), সুজন মন্ডল (২৫), রুপ কুমার মন্ডল (৩২) এবং প্রতিবেশী চাচা বিবেক চন্দ্র মন্ডল (৫০) গন ওই গুলির আঘাতে গুরুত্বর আহত হয়। তাদের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে দুষ্কৃতিকারীরা পূনরায় পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং চাঁদার টাকা না দিলে খুন করার হুমকী দিয়ে চলে যায়।

বাদীর অভিযোগের প্রেক্ষিতে পাংশা মডেল থানার মামলা নং-৯, তারিখ- ১৩/০৪/২০২৪ খ্রিঃ, ধারা- ১৪৩/৪৪৮/৩৮৭/৩০৭/৩২৬/৩২৩ পেনাল কোড রুজু হয়। মামলার তদন্তকারী অফিসার এসআই রবিউল ইসলাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক দিক নির্দেশনায় ও তথ্য প্রযুক্তির সহায়তায় সঙ্গীয় ফোর্সসহ ২৮ জুন ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত আসামী মোঃ বিপ্লব শেখকে গ্রেফতার করে ২৯ জুন আদালতে প্রেরণ করেন। আদালতে

 আসামী মোঃ বিপ্লব শেখ ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে নিজে উল্লিখিত ঘটনার সাথে জড়িত মর্মে সত্যতা স্বীকার করে এবং ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের নাম প্রকাশ করে। ওই আসামীর বিরুদ্ধে ০১টি মাদক মামলাও রয়েছে। এবং অন্যান্য আসামীদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!