AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা


ফরিদপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা

ফরিদপুর শহরে ওষুধের দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকার কারণে তিন দোকান মালিককে করা হয় জরিমানা।

রোববার (৩০) জুন দুপুরে শহরের মুজিব সড়কের ওষুধের দোকানগুলোতে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুজ্জামান রিশাদ।

অভিযানে তিনটি দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল থাকার অপরাধে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে দোকান মালিকদের কাছ থেকে মুচলেকা নেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন জেলা ওষুধ তত্ত্বাবধায়কের কার্যালয়ের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুজ্জামান রিশাদ জানান, শহরের মুজিব সড়কের ওষুধের দোকানগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে তিনটি দোকানে মেয়াদোত্তীর্ণওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যায়। ওই দোকানগুলোকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!