সিলেটের কোম্পানিগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা ও শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
রোববার (৩০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে কোম্পানীগঞ্জের খাগাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
গোলাম দস্তগীর জানান, কোম্পানীগঞ্জের খাগাইল এলাকায় সিলেটগামী সিএনজিচালিত অটোরিকশা ও ভোলাগঞ্জগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মা ও তার ৭ বছরের ছেলে। এ ঘটনায় আহত হন শিশুটির বাবা ও সিএনজিচালিত অটোরিকশার চালক। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।
গোলাম দস্তগীর বলেন, ‘পরিবারটি নরসিংদী থেকে সিলেটের সাদাপাথরে ঘুরতে এসেছিল। যানবাহন দুটির বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।’
এ ঘটনায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পলাতক রয়েছে।
একুশে সংবাদ/ই.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :