সুনামগঞ্জের মধ্যনগরে কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ১০০ বস্তা বিদেশি চিনি জব্দ করেছে পুলিশ। ১ জুলাই রোববার বিকেল সাড়ে ৫টার দিকে বংশিকুন্ডা উত্তর ইউনিয়নের রূপনগর গ্রাম সংলগ্ন বেরবেরী হাওরের কবরস্থান থেকে এসব চিনি জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চিহ্নিত চোরাচালানিরা ভারত থেকে চিনি, মদ, গাজা ও কসমেটিকস চোরাই পথে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে বিভিন্ন স্থানে মজুত করে রাখে। পরে দেশের বিভিন্ন প্রান্তে পাঠায়। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বংশিকুন্ডা উত্তর ইউনিয়নের বেরবেরী হাওরে অবস্থিত একটি কবরস্থানে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় চিনি জব্দ করা হয়। মধ্যনগর থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান, ১০০ বস্তা অবৈধ ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধারকৃত চিনি আদালতের মাধ্যমে নিলাম দেওয়া হবে।
একুশে সংবাদ/ কা/ হা.কা
আপনার মতামত লিখুন :