AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরিষাবাড়ীতে এক পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে শোকজ


সরিষাবাড়ীতে এক পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে শোকজ

জামালপুরের সরিষাবাড়ীতে এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় মোবাইল ফোনে অসদুপায় অবলম্বন করায় একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ সময় ওই কক্ষের দুই শিক্ষককে শোকজ করছে প্রশাসন।

গতকাল মঙ্গলবার পরীক্ষা চলাকালে সরিষাবাড়ী সরকারি পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। শোকজ পাওয়া দুই শিক্ষক হলেন, চর বাঙালি টেকনিক্যাল এন্ড বিএম কলেজের প্রভাষক রুবেল মিয়া, সরবান হাসান টেকনিক্যাল এন্ড বিএম কলেজের প্রভাষক মহসিন মিয়া। এছাড়া বহিষ্কার হওয়া শিক্ষার্থী হলেন , সানাকৈর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের  শিক্ষার্থী সৈয়দ আহসান।

  এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার বলেন, পরীক্ষার হলে এক শিক্ষার্থীর নিকট মোবাইল ফোন পাওয়া যায় । এ ঘটনায়  শিক্ষার্থীকে বহিষ্কার এবং ওই কক্ষে দায়িত্বে থাকা দুই শিক্ষকে শোকজ করার  জন্য পরীক্ষা কেন্দ্রের সচিব (ভারপ্রাপ্ত) মাজনুনুল হক কে নির্দেশ দেয়া হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!