বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান দায়িত্বভার গ্রহন করলেন।
মঙ্গলবার (২ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ ভবন কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ আইন-১৯৯৮ (১৯৯৮সনের ২৪নং আইন এর ধারা ১৮ মোতাবেক ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত অতিথির মধ্যে বক্তব্যে রাখেন বিদায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শাহ্-ই-আলম বাচ্চু, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. লিয়াকত আলী খান,ভাইস-চেয়ারম্যান মো.রাসেল হাওলাদার, মহিলা ভাইস-চেয়ারম্যান আজমিন নাহার, উপজেলা সহকারী কমিশনার( ভুমি) বদরুদ্দোজা টিপু, মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ শামসুদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়,উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম,
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহ আল জাবির, সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ।এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন- মোরেলগঞ্জ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্ধ।
সভায় উপস্থিত বিভিন্ন পর্যায়ের বক্তারা বলেন জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের ধরাকে অব্যাহত রাখতে নতুন উপজেলা পরিষদ চেয়ারম্যান,ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যানদের অগ্রনীভূমিকা পালনসহ স্হানীয় সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগের পাশে থেকে এলাকার উন্নয়নে তাকে সহায়তা করার আহবান জানান।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :