AB Bank
ঢাকা শুক্রবার, ০৫ জুলাই, ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‍‍`পেকুয়া সাংবাদিক সমিতি‍‍` (পেসাস)র বর্ষপূর্তি উদযাপন


Ekushey Sangbad
এনামুল হক রাশেদী
০১:০৪ পিএম, ৩ জুলাই, ২০২৪
‍‍`পেকুয়া সাংবাদিক সমিতি‍‍` (পেসাস)র বর্ষপূর্তি উদযাপন

কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের পেশাদারীত্বমুলক সংগঠন "পেকুয়া সাংবাদিক সমিতি" (পেসাস)‍‍`র প্রথম বর্ষপূর্তি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে।

সোমবার সকাল ১১ টায় উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের পাশে গর্জন বাগানের মনোরম প্রাকৃতিক পরিবেশে কেক কাটা, আলোচনা সভা, ক্রেস্ট বিতরণ সহ নানান কর্মসূচির মাধ্যমে সংগঠনের প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়। পেকুয়া সাংবাদিক সমিতি ‍‍`পেসাসে‍‍`র সভাপতি সাংবাদিক জয়নাল আবেদীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মাহাবুবুল করিম মাবু। বিশেষ অতিথি ছিলেন, বারবাকিয়া ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক, পেকুয়া সাংবাদিক সমিতির উপদেষ্টা সাংবাদিক সাজ্জাদুল ইসলাম, উপদেস্টা সাংবাদিক ফারুখ আহামদ, বাঁশখালী প্রেসক্লাবের জয়েন সেক্রেটারী ‍‍`বাংলা এক্সপ্রেস‍‍` ও অগ্রযাত্রা পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক এনামুল হক রাশেদী, বিশিষ্ঠ ব্যবসায়ী রবিউল করিম রবি।

অতিথিবৃন্দরা তাদের বক্তৃতায় ‍‍`পেকুয়া সাংবাদিক সমিতি‍‍` (পেসাস)‍‍`র এক বছর পুর্তিতে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পেসাস‍‍`র সাংবাদিক সদস্যরা সক্রিয়ভাবে মাঠে ময়দানে থেকে দেশের মাটি-মানুষের কল্যানে নিবেদিত প্রান হয়ে কাজ করার মাধ্যমে নিজেদের পেশাদারীত্বে স্বচ্ছতা ও বুদ্ধিমত্তায় আপোষহীনভাবে সত্য সংবাদ উপস্থাপনের ফলে উপজেলায় অপরাধ প্রবনতা নিয়ন্ত্রন সহ এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করায় ভূয়শী প্রশংসা করেন। মফস্বল সাংবাদিকতা কঠিন চ্যালেঞ্জ উল্লেখ করে বক্তারা পেসাস-এর সদস্যদের পেশাদারী দায়িত্ব পালন করতে প্রশিক্ষন ও পড়ালেখার মাধ্যমে নিজেদেরকে আরো অধিকতর যোগ্যতা সম্পন্ন সংবাদ কর্মি হিসাবে গড়ে তোলার আহ্বান জানান এবং দায়িত্ব পালনে যেকোন ধরনের প্রতিকূল পরিস্থিতিতে সার্বিক সহযোগিতারও আশ্বাষ প্রদান করেন।

বর্ষপূর্তি অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পেকুয়া সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক এইচ.এম শহিদ, যুগ্ন সাধারণ সম্পাদক ‍‍`বাংলাদেশ সংবাদ প্রতিদিন‍‍`র স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ দিদারুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুল মামুন ফারুকী, প্রচার সম্পাদক রেজাউল করিম, সহ অর্থ সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক আনছার উদ্দীন, সাংবাদিক জুবায়েদ, সাংবাদিক গোলাম রহমান, এইচ এম ফাহিম সহ পেসাস-এর অন্যান্য কর্মকর্তা সাংবাদিক সদস্যবৃন্দ। এসময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদ কর্মীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে আগত অতিথি ও পেসাস সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সকলের উপস্থিতিতে আনন্দ উৎসবে মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচী সমাপ্ত হয় । 
 

একুশে সংবাদ/এনএস

Link copied!