বুধবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল বাজার এলাকা থেকে ১০’কেজি গাঁজাসহ পলাশ খোন্দকার (২৩) ও পাভেল রহমান (৩৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নাকোল পুলিশ ক্যাম্প ।
আটককৃত পলাশ খোন্দকার ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার জয়দেবপুর গ্রামের ফরিদ খন্দকারের ছেলে ও পাভেল রহমান শ্রীপুর উপজেলার ঘাসিয়াড়া সম্মিলিত পঞ্চগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নৈশ প্রহরী ও কাদিরপাড়া ইউনিয়নের ঘাসিয়াড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে ।
নাকোল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস,আই দেব্রত সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন যে, উপজেলার নাকোল বাজারের চৌরঙ্গী মোড় এলাকায় বিপুল পরিমান মাদক নিয়ে মাদক ব্যবসায়ী মাদক বিক্রির উদ্দেশ্যে অপেক্ষা করছে। এমন সংবাদের ভিত্তিতে নাকোল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস,আই দেবব্রত সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আলফাডাঙ্গা উপজেলার চিহ্নিত মাদক কারবারি পলাশ খোন্দকার ও শ্রীপুর উপজেলার পঞ্চগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নৈশ প্রহরী পাভেল রহমানকে আটক করতে সক্ষম হন এবং তাদের কাছে থাকা টলি ব্যাগ তল্লাশী করে ১০’কেজি গাঁজা উদ্ধার করা হয়। এদের আটকের সংবাদ পেয়ে অপর অজ্ঞাত মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার নাকোল এলাকার অনেকেই অভিযোগ করে বলেন,ঘাসিয়াড়া সম্মিলিত পঞ্চগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নৈশ প্রহরী ও কাদিরপাড়া ইউনিয়নের ঘাসিয়াড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে পাভেল রহমান সে নিজেই একজন মাদকসেবি এবং বিভিন্ন ধরণের মাদক কারবারির সাথে জড়িত। সে প্রভাবশালী হওয়ায় এলাকায় কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পান না। তবে পাভেল আটকের পর এলাাকায় স্বস্তি ফিরে এসেছে।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শেখ তাসমীম আলম জানান, শ্রীপুর থানার অন্তর্ভুক্ত নাকোল পুলিশ ক্যাম্প ১০’কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। পলাতক অপর আসামিকে আটকের বিষয়ে পুলিশের জোর তৎপরতা অব্যাহত রয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :