AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথগ্রহণ সম্পন্ন


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৬:২৭ পিএম, ৩ জুলাই, ২০২৪
সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথগ্রহণ সম্পন্ন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আল আমিন হোসাইন ও মহিলা ভাইস চেয়ারম্যানে মাহমুদা আক্তার শিখার শপথগ্রহণ সম্পন্ন হয়েছে। 
বুধবার (৩ জুলাই) দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউজ মিলনায়তনে নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিদা। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তার, বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক বিপিন চন্দ্র বিশ্বাসসহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। 

বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিদা নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ শেষ তাদের অভিনন্দন জানান। এ সময় তিনি বলেন, জনগণ আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন। জনগণের সেবক হয়ে কাজ করতে হবে। পরিষদের অন্য কর্মকর্তাদের সঙ্গে সমন্নয় রেখে যার যার দায়িত্ব পালন করতে হবে। দেশের উন্নয়নে আপনাদের ভূমিকা অনেক। নিজেরা স্বচ্ছ থাকলে অন্যকে স্বচ্ছ রাখার নির্দেশ দিতে পারবেন। স্বচ্ছতার সহিত সবাই মিলে কাজ করলে দেশ আরো দ্রুত উন্নয়নের দিকে ধাবিত হবে। দুর্নীতিমুক্ত উপজেলা গড়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম এসময় সাংবাদিকদের বলেন, জনগণের সেবক হয়ে কাজ করতে চাই। জনগণের জীবন মানের উন্নয়ন করাই আমার লক্ষ। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জনগণের সেবা করে যেতে চান তিনি।

একুশে সংবাদ/ এসএডি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!