AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাউখালীতে স্কুলছাত্রী অপহরণের ২৫ দিনেও উদ্ধার করা যায়নি


কাউখালীতে স্কুলছাত্রী অপহরণের ২৫ দিনেও উদ্ধার করা যায়নি

পিরোজপুরের কাউখালীতে স্কুলছাত্রী অপহরণের ২৫ দিনেও পুলিশ অপহৃতাকে উদ্ধার করতে পারেননি। 

জানা যায়, উপজেলার আইরন গ্রামের মনির হোসেনের মেয়ে আইরন জয়কুল এমএম মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মুনিয়া আক্তার (১৫) গত ৮ জুন বাড়ি থেকে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে একই গ্রামের মোল্লা বাড়ির সামনে জামে মসজিদের পাশে একই এলাকার মাসুদ রানার ছেলে স্বাধীন মোল্লাসহ ৪/৫ জন বখাটে ছাত্রীর গতিরোধ করে জোর করে একটি ইজি বাইকে করে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যায়। 

দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করতে না পেরে থানায় অভিযোগ করেন। থানা পুলিশ অভিযোগ পেয়ে গত ১২ জুন স্বাধীন মোল্লাসহ ৫ জনের নামে একটি অপহরণ মামলা রুজু করেন। মেয়ের মায়ের অভিযোগ বখাটে স্বাধীন মোল্লা মেয়ে স্কুল যাওয়া-আসা এবং প্রাইভেট পড়তে যাওয়া আসার সময় প্রায়ই তাকে উত্যক্তসহ ইভটিজিং করতো। বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে এবং এলাকার মেম্বার মাসুদ হোসেনকে জানায়। 

এছাড়া বিষয়টি স্বাধীনের বাবা-মাকে জানানো হলে তারা কোন কর্ণপাত করেনি। বরং স্বাধীনের মা-বাবাকে বিষয়টি জানালে স্বাধীন ক্ষিপ্ত হয়ে অপহরণ করার হুমকি দেয়। ফলশ্রুতিতে গত ৮ জুন বখাটে স্বাধীন ও তার দলবল মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। 

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মাসুদ হোসেন  ঘটনাটির সত্যতা স্বীকার করে। থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হুমায়ুন কবির জানান, বিষয়টি নিয়ে মামলা হয়েছে, ১ জন আসামি গ্রেফতার হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার ও ভিক্টিম উদ্ধারের চেষ্টা চলছে।

একুশে সংবাদ/এসএডি

Link copied!