AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাগেরহাটে গলায় ফাঁস দিয়ে দম্পত্তির আত্মহত্যা


Ekushey Sangbad
শেখ সোহেল, বাগেরহাট
০৫:২১ পিএম, ৪ জুলাই, ২০২৪
বাগেরহাটে গলায় ফাঁস দিয়ে দম্পত্তির আত্মহত্যা

বাগেরহাটে গলায় ফাঁস দিয়ে ব্যবসায়ী আবু দাউদ শেখ ও তার স্ত্রী কোহেলি সুলতানা লাকি দম্পত্তি আত্মহত্যা করেছে।

 বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে বাগেরহাট সদর উপজেলার বৈটপুর এলাকায় নিজ বসতঘর থেকে মোঃ আবু দাউদ শেখের ঝুলন্ত দেহ এবং তার স্ত্রী কোহেলি সুলতানা লাকির মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মোঃ আবু দাউদ শেখের মৃত্যু হয়। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়েছে। ধারণা করা হচ্ছে মুঠোফোনে কথা বলা নিয়ে পারিবারিক কলহের জেরে প্রথমে স্ত্রী এবং পরে স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত দম্পত্তির কলেজ পড়ুয়া মেয়ে জান্নাতুল ফেরদাউস জানায়, ঘুম থেকে ওঠে বাবা-মার ঘরে ঢুকে লাশ দেখতে পায়। এসময় তার ডাকচিৎকারে স্বজনরা ছুটে এসে পুলিশে খবর দেয়। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত মোঃ আবু দাউদ শেখ (৪৫) বৈটপুর এলাকার মৃত আজিজ শেখের ছেলে। কোহেলি সুলতানা লাকি মোঃ আবু দাউদ শেখের স্ত্রী। নিহত দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ে জান্নাতুল ফেরদাউস একাদশ শ্রেনিতে এবং ছেলে মোঃ আল কাইয়ুম ৭ম শ্রেনির শিক্ষার্থী।

বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর বলেন, আমরা যতটুকু জানি নিহত দম্পত্তি পরিবারটি খুবই ভালো ছিল। পারিবারিক কখনও কোন সমস্যা ছিল বলে আমার জানা নাই। দাউদ একজন ভাল ব্যবসায়ী ছিল।

শাহিন শেখ নামের এক প্রতিবেশী বলেন, বুধবার রাতে মোঃ আবু দাউদের ঘরের পাশে তার বড় ভাই নিজাম শেখের নাতনির জন্মদিনের অনুষ্ঠান ছিল। সেই  অনুষ্ঠানে আবু দাউদের ছেলে-মেয়ে গেলেও, আবু দাউদ ও তার স্ত্রী যায়নি। কেন যায়নি এটি নিয়েও গুঞ্জন চলছে।

এদিকে এক সাথে স্বামী-স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কান্না থামছে না ছেলে-মেয়ের। যেকোন মূল্যে বাবা-মাকে ফিরে চেয়ে বিলাপ করছেন একমাত্র মেয়ে জান্নাতুল ফেরদাউস।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান জানান, পারিবারিক কলহের কারণে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!