ফেনসিডিল নতুন মোড়কে ফেনসিগ্রীপ। তাও আবার আমের ক্যারেটের ভেতর। আমের ক্যারেটে রেখে ২৮ বোতল ফেনসিডিল (ফেনসিগ্রীপ) বিক্রির সময় মানিকগঞ্জের সিংগাইর থানা পুলিশ মোঃ হোসেন মিয়া (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে। হোসেন মিয়া উপজেলার আজিমপুর গ্রামের মোঃ আফতাব ফকিরের ছেলে।
বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ জিয়ারুল ইসলাম।। এর আগে বুধবার দুপুরে সিংগাইর বাজারের শহীদ মার্কেটের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
থানার ওসি মোঃ জিয়ারুল ইসলাম বলেন, সিংগাইর বাজারে শহীদ মার্কেটের পাশে আমের ক্যারেটে ফেনসডিল (ফেনসিগ্রীপ ) বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে গেলেও হোসেন মিয়াকে গ্রেপ্তার করতে পুলিশ সক্ষম হয়। সেই সঙ্গে তার হেফাজতে থাকা আমের ক্যারেটের ভেতর থেকে ২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮৪ হাজার টাকা। হোসেন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও ওসি জানান।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :