ময়মনসিংহের নান্দাইলে চরবেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর খালপাড় গ্রামের অটোচালক আবুল কাশেম হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুলাই) সকাল ১১টায় উপজেলার চরলক্ষীদিয়া হাফিজিয়া মাদ্রাসার সামনে কানারামপুর - ত্রিশাল সড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে নিহতের পরিবার ও এলাকাবাসী।
এসময় মাদ্রাসা ময়দানে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উক্ত খুনের সাথে জড়িত এফআইআর’ভূক্ত ১০জন আসামীসহ অজ্ঞাতনামা সকল আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য উর্ধ্বতন পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি বাদী পরিবারের নিরাপত্তার দাবীর জানানো হয়।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত আবুল কাশেমের পুত্র মামলার বাদী হিমেল, সাইফুল ইসলাম, রুস্তম আলী, ইউপি সদস্য আব্দুর রশিদ প্রমুখ।
উল্লেখ্য,গত ২২ জুন মামলার ১নং আসামী রফিকুল ইসলাম রবি’র নেতৃত্বে অন্যান্য আসামীরা অটোচালক আবুল কাসেম (৪০) এর উপর নির্মমভাবে হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে ২৩ জুন রাতে আবুল কাশেম চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :