AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নরসিংদী কমিউটার ট্রেন চালুর দাবিতে মানববন্ধন


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০৭:৫৬ পিএম, ৫ জুলাই, ২০২৪
নরসিংদী কমিউটার ট্রেন চালুর দাবিতে মানববন্ধন

নরসিংদী কমিউটার ট্রেন চালুর দাবিতে রায়পুরায় মানববন্ধন করা হয়েছে। 

শুক্রবার (৫ জুলাই) বিকেলে রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনে নরসিংদীবাসীর ব্যানারে এ মানববন্ধন করা হয়।

নরসিংদী জেলা সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম এর নেতৃত্বে ঘন্টাব্যাপী এই মানববন্ধন উপস্থিত ছিলেন প্রতিদিন রেলপথে যাতায়াত করা যাত্রীরা। পরে খবর পেয়ে মেথিকান্দা রেলস্টেশনে পৌঁছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাফায়েত হোসেন পলাশ। তিনি  নরসিংদী কমিউটার ট্রেনের জন্য স্মারকলিপি দেওয়ার পরামর্শ দেন।

মানববন্ধনে নেতৃত্ব দেওয়া নরসিংদী জেলা সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, নরসিংদী কমিউটার নামে নতুন একটি ট্রেন চলাচল করার জন্য অনুমোদন দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। ট্রেনের কোচ ও বগিও দেওয়া হয়েছে। কিন্তু অনুমোদন পাওয়ার দীর্ঘ দিন পরেও এই ট্রেনটি চালু করা হয়নি। এজন্য আমরা আজ মানববন্ধন করেছি। এই ট্রেনটি চালু হলে নরসিংদীবাসী উপকৃত হবে। ট্রেনটি প্রতিদিন ঢাকা নরসিংদী-ভৈরব বাজার দুই বার করে আসা যাওয়া করবে।

 

একুশে সংবাদ/বিএইচ


 

Link copied!