মুন্সীগঞ্জের পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন হালদার বন্ধুর গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
রোববার (৭ জুলাই) দুপুরে পাঁচগাঁও ওয়েদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নির্বাচনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় কাওসার হালদার, শেখ নুর ও নুর হোসেনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, এই নির্বাচনে হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত নূর মোহাম্মদের চাচাতো ভাই মিলেনুর রহমান অংশ নিয়ে মাত্র ২ ভোট পায়। প্রতিপক্ষ দেওয়ান মো. মনিরুজ্জামন ৯ ভোট পান। সুমন হালদার মো. মনিরুজ্জামনের পক্ষ নেয়ায় বন্ধু নূর তাকে কাছ থেকে গুলি করে হত্যা করে।
টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোয়েব আলী বলেন, ‘রোববার স্থানীয় একটি বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের সভাপদি পদে নির্বাচন ছিল। নির্বাচন শেষে ফলাফল ঘোষণার পর ক্ষিপ্ত হয়ে স্কুলের বারান্দায় সুমন হালদারকে গুলি করে হত্যা করে তার বন্ধু নূর।
মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নূর পলাতক আছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও ওসি জানান।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :