নেত্রকোনার কেন্দুয়া সরকারি কলেজের মূল কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় পরীক্ষা চলাকালীন সময়ে অসদুপায় অবলম্বন করায় এক ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। রোববার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় কেন্দুয়া সরকারি কলেজ মূল কেন্দ্রে ইংরেজি ২য় পত্র বিষয়ের পরীক্ষা চলাকালীন সময়ে ট্যাগ অফিসার ও উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মো:আসাদুজ্জামান নকলসহ হাতেনাতে ধরেন ঐ পরীক্ষার্থীকে।
পরে উপজেলা সহকারি কমিশনার( ভুমি) মিজ জান্নাত, কেন্দ্র সচিব, ট্যাগ অফিসার, কেন্দ্র সচিব ও অন্যান্যদের উপস্থিতিতে মাওলানা মোহাম্মদ আলী কলেজের অনিয়মিত ছাত্র ও পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
কেন্দুয়া সরকারি কলেজ মূল কেন্দ্রের সচিব মাহফুজুর রহমান এ তথ্য।নিশ্চিত করে বলেন পরীক্ষার হলে দায়িত্বে থাকা একজন সরকারি কর্মকর্তা ঐ পরীক্ষার্থীর অসদুপায় অবলম্বনের বিষয়টি টের পান।পরে বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ জান্নাত জানতে পেরে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের ঘটনার সত্যতা পাওয়ায় তাকে বহিষ্কার করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ জান্নাত কেন্দুয়া সরকারি কলেজ মূল কেন্দ্রে ইংরেজি ২য় পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এক ছাত্র বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :