দিনাজপুরের ঘোড়াঘাটে বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক নিমূলে শিক্ষার্থীদের সচেতন করতে বক্তব্য রাখেন ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ ।
রবিবার(৭ জুলাই) উপজেলার রাজিয়া চৌধুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এ সচেতনতামূলক সভা থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিম আকতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সচেতনতামূলক বক্তব্য রাখেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ। এসময় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবব্রত রায় সহ বিদ্যালয়ের শিক্ষকগন উপস্থিত ছিলেন।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, দেশের মহান স্বাধীনতা যুদ্ধ সহ দেশের যেকোন ক্রান্তিলগ্নে ছাত্র সমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে। বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক নিমূলে আপনাদের সচেতন হতে হবে। আপনাদের সচেতনতাই পারে সমাজের যেকোন অসঙ্গতি ও অপরাধ নির্মূল করতে। পুলিশ দিনরাত ২৪ ঘন্টা আপনাদের পাশে আছে। আপনারা শুধুমাত্র তথ্য দিন, সর্বোচ্চ সেবা দেওয়ার দায়িত্ব আমাদের।ওসি আরো বলেন, গ্রামগঞ্জে ছোটখাটো চুরি, ছিনতাইয়ের ঘটনা ঘটছে। সেসব নিমূর্লে এবং অপরাধী শনাক্তে আমরা কাজ করছি। অনেক অপরাধী ইতিমধ্যে আইনের আওতায় এসেছে। তবে আপনাদের মাধ্যমে আমরা আপনাদের অভিভাবককে সচেতন করতে চাই। আপনারা বাড়িতে গিয়ে আপনাদের বাবা-মাকে সচেতন করবেন। বাড়ির আশেপাশে কিংবা গ্রামে সন্দেহভাজন কাউকে দেখলে তাৎক্ষনিক আমাদের জানাবেন।
সচেতনতা সভায় দুজন মাধ্যমিকে পডুয়া শিক্ষার্থী রাস্তাঘাটে বখাটেরা ইভটিজিং করেন বলে অভিযোগ করেন। অভিযোগের ওইসব রাস্তায় স্কুল চলাকালে পুলিশের টহল নিশ্চিত করার কথা জানান ওসি আসাদ । সভায় প্রায় ১ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সভা শেষে থানার অফিসার ইনচার্জ সরকারি নাম্বার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন । প্রয়োজনে জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন দিতে বলেন তিনি ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :