সনাতন ধর্মের পঞ্জিকা অনুসারে সারা দেশের ন্যায় ফরিদপুর নগরকান্দায় রথযাত্রা উদযাপন কমিটির পক্ষ থেকে আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়া তিথিতে শুরু হয় রথযাত্রা। বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আট দিনব্যাপী পালন করবেন এ সনাতন ধর্মাবলম্বীরা।
রবিবার(৭ জুলাই) বিকেলে গাংজগদিয়া সার্বজনীন কালী মন্দির থেকে শুরু হয় রথযাত্রা। উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে চমুখা পশ্চিম পাড়া দুর্গামন্দির যেয়ে শেষ হয়।
এই প্রথম উপজেলায় রথযাত্রা উপলক্ষে বিভিন্ন অঞ্চল থেকে দেখতে আসেন সাধারণ মানুষেরা।
হিন্দু ধর্মে জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথযাত্রার ব্যাপক মাহাত্ম্য রয়েছে।‘জগন্নাথ’ শব্দের অর্থ- জগতের নাথ যিনি কোথাও শ্রীবিষ্ণু অবতার শ্রীকৃষ্ণের আরেকটি রূপ বল মনে করেন। স্কন্ধ পুরাণ,পদ্ম পুরাণ, নারদ পুরাণে, জগন্নাথ দেবের রথযাত্রা উল্লেখ আছে। প্রচলিত বিশ্বাস অনুসারে রথের দড়ি টান দিলে জ্ঞানে অজ্ঞানে করা পাপ ধুয়ে মুছে যায়। এছাড়া জীবের সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। ১০০ যজ্ঞ করার মত পূর্ণ লাভ করা যায় রথের দড়ি টান দিয়ে। এমন উৎসব আচার যেন নতুন প্রজন্মের উপর টিকে থাকে যুগের পর যুগ এমনটাই বিশ্বাস রথযাত্রার সংশ্লিষ্ট দের।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :