পঞ্চগড়ে শখের বসে নদীতে মাছ ধরতে গিয়ে মোস্তাফিজুর রহমান (২৬) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। রোববার (৭ জুলাই) দুপুরে পঞ্চগড় সদর ইউনিয়নের ফকিরপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় তালমা নদীতে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, নিখোঁজ যুবক একই এলাকার কবীর হোসেনের ছেলে। তিনি রাজমিস্ত্রির কাজের পাশাপাশি পঞ্চগড় সদর ইউনিয়নের ইউনিয়ন আনসার কমান্ডার হিসেবে দ্বায়িত্ব পালন করছিলেন।
নিখোঁজ যুবকের পরিবারের বরাত দিয়ে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান খান বলেন, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে তালমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। দুপুরে স্থানীয় যুবক রানাসহ (২৩) বাড়ির পাশের তালমা নদীতে শখের বসে মাছ ধরতে যান মোস্তাফিজুর রহমান। মাছ ধরার এক পর্যায়ে ফিকা জাল হাতে নিয়ে নদী পার হয়ে অন্য পাড়ে যেতে শুরু করেন দুইজনে। তবে নদীতে পানি স্রােত বেশি থাকায় রানা ফিরে এলেও অপর পাড়ের কাছাকাছি চলে যান মোস্তাফিজুর।
এক পর্যায়ে নদীর পানিতে তলিয়ে যান মোস্তাফিজ। পরে কিছুদূরে গিয়ে হাত উচিয়ে তাকে দেখা গেলেও পরে আর তার দেখা মেলেনি। পরে স্থানীয় যুবকেরা নদীতে নেমে উদ্ধারের চেষ্টা করলেও পানির স্রােত বেশি থাকায় নদীতে বেশিক্ষণ থাকতে পারেনি। পরে পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সদর থানায় খবর দেয়া হয়। তবে ফায়ার সার্ভিসের ডুবুরী দল না থাকায় তারা উদ্ধার কাজে অংশ নিতে পারেনি। তবে নদীর পানিতে বেশি স্রােত থাকায় পানির ঘূর্ণীতে গভীরে তলিয়ে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বলেন, পঞ্চগড় ফায়ার সার্ভিসের কোন ডুবুরী দল না থাকায় উদ্ধার কাজে তারা অংশ নিতে পারেনি। তাছাড়া নদীতে পানির খুব স্রােত ছিল। সোমবার (৮ জুলাই) রংপুর থেকে ডুবুরী দল এসে সকালে উদ্ধার কাজ শুরু করবে বলে জানা গেছে। আমরা সার্বিক খোঁজ খবর রাখছি।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :