চট্টগ্রাম জেলার নিখোঁজের ২৮ দিন পর মো. ইরফান (২৮) নামে এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুলাই) সকাল ৮টায় বাশখালীর উপজেলার সাধনপুর ইউনিয়নের পাহাড়ি এলাকার বড়ডেইলা জঙ্গল থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
ইরফান সাধনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোকামিপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে। গত ১১ জুন তিনি নিখোঁজ হন।
স্থানীয় মোহাম্মদ এজাজ বলেন, ইরফানের সাথে উত্তরবঙ্গের এক মহিলার মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ইরফান বিদেশে থাকতেন। ৪ মাস পূর্বে দেশে আসেন। ধারণা করা হচ্ছে, ওই মহিলার সাথে ঝগড়ার জেরে জঙ্গলে গিয়ে তিনি আত্মহত্যা করেন।
বাঁশখালী রামদাশহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক তপন কুমার বাগচী বলেন, উরফানে বাবা ও আত্মীয়স্বজন গলিত মরদেহের পরনে থাকা কাপড়, ফতুয়া ও তার ব্যবহৃত মোবাইল দেখে শনাক্ত করেন। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :