AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নওগাঁয় টাকা ফেরতের দাবিতে কৃষক ও ব্যবসায়ীদের মানববন্ধন


Ekushey Sangbad
আতাউর শাহ, নওগাঁ
০৪:৪৩ পিএম, ৯ জুলাই, ২০২৪
নওগাঁয় টাকা ফেরতের দাবিতে কৃষক ও ব্যবসায়ীদের মানববন্ধন

নওগাঁর মহাদেবপুর উপজেলার সবচেয়ে বড় ধান-চাল ব্যবসায়ী ওসমান এগ্রো লিমিটেডের মালিকের কাছ থেকে পাওনা ৩৫ কোটি পাওনা টাকার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি  করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী ও কৃষকরা।

মঙ্গলবার সকাল ১১ টায় নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন জেলা থেকে আসা ব্যবসায়ীরা এই মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সামিউল আলম, বেলাল ইসলাম, নূরনবী ইসলাম, আল ইমরান বেশ কয়েকজন ব্যবসায়ী ও কৃষকরা।

এ সময় তারা বলেন ধান-চাল ব্যবসায়ী ওসমান এগ্রো লিমিটেডের মালিক ওসমান গনী ব্যবসায়ীক লেনদেনের সুবাদে প্রায় ২৫০ জন ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষক ৩৫ কোটি টাকা পাওনা।

কিন্তু তিনি টাকা না দিয়ে লাপাত্তা হয়ে হঠাৎ করে নিজেকে দেউলিয়া দাবি করেছেন । অথচ রাজধানীরসহ বিভিন্ন জায়গায় তার সম্পদের পাহাড় রয়েছে। পাওনা টাকা না পেয়ে ১৫ জন ব্যাবসায়ী দেনার দায়ে হৃদ স্টোক করে মারা গেছেনে, অনেকে অসুস্থ ও  হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। তাই অবিলম্বে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে পাওনাদারদের টাকা ফেরত দেওয়ার দাবি জানান প্রশাসনের কাছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!