AB Bank
ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজশাহীতে বিদেশি পিস্তলসহ শিবির নেতা গ্রেপ্তার


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, রাজশাহী
০৪:০৬ পিএম, ১০ জুলাই, ২০২৪
রাজশাহীতে বিদেশি পিস্তলসহ শিবির নেতা গ্রেপ্তার

রাজশাহী নগরীর ধরমপুর পূর্বপাড়া এলাকা থেকে বিদেশি পিস্তল, গুলি লিফলেটসহ এক শিবির নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রাজশাহী র‌্যাব-৫ এর একটি দল মঙ্গলবার (৯ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত শিবির নেতার নাম রজমান আলী (৩০)। তিনি নগরীর ধরমপুর এলাকার মৃত ইয়াজ উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, গত ১৫ মে রাতে রমজানের বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে ১১ জন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। এর মূলহোতা রমজান আলীসহ অজ্ঞাতনামা আরো কয়েকজন সেখান থেকে পালিয়ে যায়।

এরই প্রেক্ষিতে র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শিবির নেতা রমজান আলী তার বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে র‌্যাব মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে তার বাড়িতে অভিযান চালায়। অভিযানে গ্রেপ্তার হয় রমজান আলী। পরে তার বাড়িতে তল্লাশী চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, দেশীয় চাপাতি, টিপ চাকু উদ্ধার হয়।

রমজান আলী ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। তিনি বোমা তৈরীতে দক্ষ বিধায় নিজে বোমা তৈরী করে এবং অন্যদের বোমা তৈরীতে প্রশিক্ষণ দিয়ে থাকে। তিনি বেশীরভাগ সময় পার্শ্ববর্তী দেশে অবস্থান করে। তার নামে বিস্ফোরক মামলা, হত্যা মামলা, মারামারি ও হত্যা চেষ্টা মামলাসহ ১৫ টি মামলা আছে বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেপ্তার শিবির নেতা রমজান আলীকে নগরীর মতিহার থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মামলা অস্ত্র আইনে মামলা দেয়া হয়েছে।

 

একুশে সংবাদ/সা.আ          

Link copied!