মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্বভার গ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১০ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএম শোয়েবের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনের সঞ্চালনায় এই প্রথম সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ -২ (লৌহজং - টঙ্গীবাড়ি) আসনের এমপি অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. জামাল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া আফরোজ শ্যামলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.কায়েসুর রহমান, লৌহজং থানার (ওসি তদন্ত) মোঃ সাইফুল ইসলাম, সদ্য বিদায়ী সাবেক উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সালেহীন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাকছুদুর রহমান।
উপস্থিত ছিলেন কলমা ইউপি চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন, খিদিরপাড়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম , বৌলতলী ইউপি চেয়ারম্যান আঃ মালেক শিকদার, বেজগাঁও ইউপি চেয়ারম্যান ফারুক ইকবাল মৃধা, কনকসার ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ আলম মোড়ল, মেদিনী মন্ডল ইউপি চেয়ারম্যান মোঃ আশরাফ হোসেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের দায়িত্ব বুঝিয়ে দেন এবং তাদের ফুলেল শুভেচ্ছাসহ বরণ করেন নেন।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :