AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পলাশে সিএনজি চালকের ফ্রি সেবা, খুশি যাত্রীরা


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০২:২১ পিএম, ১১ জুলাই, ২০২৪
পলাশে সিএনজি চালকের ফ্রি সেবা, খুশি যাত্রীরা

নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল-পাঁচদোনা সড়কে যখন কিছু সিএনজি চালকদের বিরুদ্ধে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ উঠে ঠিক তেমনি আবার ন্যায্য ভাড়ায় যাত্রী বহন করার চালকও রয়েছে এই সড়কে। যদিও তাদের সংখ্যা খুবই কম। আর এই ন্যায্য ভাড়ায় যাত্রী বহন করার মধ্যে মো: আইনুল মিয়াও রয়েছেন। তিনি উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার টেঙ্গরপাড়া গ্রামের মো: সিদ্দিক মিয়ার ছেলে।

আইনুল মিয়া যাত্রীদের জন্য ফ্রি সেবা নিয়ে দীর্ঘ দেড় বছর ধরে নরসিংদীর পলাশ, ঘোড়াশাল ও পাঁচদোনা সড়কে সিএনজিতে যাত্রী বহন করে যাচ্ছেন। ইতিমধ্যে তার এই সেবা যাত্রীদের মন জয় করেছে। কুড়িয়েছেন তাদের প্রশংসাও।

ফ্রি অত্যাধুনিক সেবার মধ্যে তার সিএনজির ভিতরে রয়েছে ফ্যান, বিশুদ্ধ খাবার পানির পানি, টিস্যু পেপার, মোবাইল চার্জের ব্যবস্থা, মিনি টিভি ও ডিজিটাল ঘড়ি। ফ্রি এসব সেবা পেয়ে যাত্রীরাও খুশি। এছাড়াও সবুজের সমারোহ সাজানো রয়েছে তার পুরো সিএনজি। তার এই নান্দনিক সিএনজির সাজও নজর জাড়ছে সবার।

সিএনজি চালক আইনুল মিয়া বলেন, আমি দেড় বছর ধরে ফ্রি এসব সেবা দিয়ে যাচ্ছি। অনেক সময় আমার সিএনজিতে পাঁচজন যাত্রী একসাথে করতে ঘোড়াশাল ও পাঁচদোনা সময় নিয়ে বসে থাকতে হয়, তখন প্রচন্ড গরমে যাত্রীরা যখন হাঁসফাস হয়ে যায় তখন আমি কি করে সেটির সামনে ফ্যান চালু করে একা বসে থাকি? সেজন্য তাদের জন্য ফ্যান লাগানো হয়েছে। এছাড়াও বিশুদ্ধ পানি, মোবাইল চার্জার, টিস্যু পেপার, ডিজিটাল ঘড়ি, মিনি টেলিভিশনও রয়েছে।

সিএনজি যাত্রী শবিকুল ইসলাম জানান, আইনুলের ব্যতিক্রমী ফ্রি সেবা নজর কাড়ছে সবার। সিএনজির ভিতরে আমরা গরম থেকে খানিকটা মুক্তি পেতে ফ্যানের বাতাস উপভোগ করছি। যাত্রা পথে যাত্রীদের যা যা প্রয়োজন সবই রয়েছে তার সিএনজিতে।

আরেক সিএনজি যাত্রী সোনিয়া সুলতানা জানান, কিছু কিছু সিএনজি চালক না বলে উঠলে ভাড়া বেশি নিয়ে থাকেন। কিন্তু আইনুল মিয়া তার ব্যতিক্রমী। এতসব ফ্রি সেবা দিয়েও তিনি ন্যায্য ভাড়া নিচ্ছেন। পাঁচদোনা থেকে ঘোড়াশাল যাতায়াতের জন্য তিনি ২০ টাকা ভাড়া নিয়ে থাকেন। তার এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে।

 

একুশে সংবাদ/সা.আ

Link copied!