কক্সবাজারের পেকুয়ায় বনবিভাগের অভিযানে বিপুল পরিমাণ গাছ জব্দ করা হয়েছে।
১১ জুলাই দুপুর ২টায় উপজেলার রাজাখালী আরবশাহ বাজার এলাকা থেকে এ গাছ জব্দ করা হয়। জব্দকৃত প্রায় দুই শত ঘন ফুট সবগুলোই আকাশমনি গাছ।
বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগ অভিযান পরিচালনা করে রাজাখালী আরবশাহ বাজার এলাকায় গাছ ভর্তি দুইটি ড্রামট্রাক জব্দ করা হয়। এসময় অভিযানের টের পেয়ে গাড়ির চালক গাড়ি পেলে পালিয়ে যায়। এতে কাউকে আটক করা যায়নি। তবে একটি গাড়ির চালক গাড়িতে মোবাইল ফোন পেলে যায়। মোবাইল ফোন থেকে জানা যায়, পেকুয়া বাজারের গাছ ব্যবসায়ী ফোরকানের একাধিক কল রয়েছে ওই মোবাইলে। পরে স্থানীয়রা জানান, জব্দকৃত গাছ ফোরকানের মালিকানাধীন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক জানান, জব্দকৃত গাছের মালিক শনাক্ত করা হয়েছে। জব্দকৃত গাছের মালিক ও ড্রাম্পট্রাকের বিরুদ্ধে মামলা করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ এসএডি
আপনার মতামত লিখুন :