গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (১১ জুলাই) উপজেলা কৃষক প্রশিক্ষণ চত্বরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. রাশিদুল কবির, কৃষি সম্প্রসারণ অফিসার মো. মিজানুর রহমান, এসএওপিপি মো. সাদেক হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. শাহজাহান মিঞা প্রমূখ। পরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন অতিথিবৃন্দ।
জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলার একটি পৌরসভা ও পনেরটি ইউনিয়নের ২ হাজার ৫৫০ জনকে ধান ও ১৬০ জনকে পেঁয়াজ বীজ এবং সার বিতরণ করা হবে।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :