মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনী মন্ডল আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার ( ১১ জুলাই) বেলা ১২ ঘটিকায় মেদিনী মন্ডল আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে ম্যানেজিং কমিটির প্রথম সভায় প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত দাতা সদস্য শেখ মুক্তার হোসেন সভাপতি হিসাবে সাবেক কো-অপ্ট সদস্য রাশেদুল হক মুন্নার নাম প্রস্তাব করলে অভিবাবক সদস্য জিল্লু হাওলাদার তাকে সমর্থন করেন। সভায় অন্য আর কারো নাম প্রস্তাব না আসায় রাশেদুল হক মুন্নাকে সর্ব সম্মতিক্রমে সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়।
এর আগে উৎসবমুখর পরিবেশে গত সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে। এতে ২ জন দাতা সদস্য ও ৬ জন অভিভাবক প্রতিনিধি সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে শেখ মুক্তার হোসেন দাতা সদস্য এবং মো. জিল্লু হাওলাদার, মোহাম্মদ মাতিন হোসাইন, মো. টিটু ও আব্দুল কাদের অভিভাবক (পুরুষ) প্রতিনিধি নির্বাচিত হয়। এ ছাড়াও সিমা আক্তার মহিলা অভিভাবক প্রতিনিধি ও আবু নাসের খান লিমন, মো. রাসেল, লিজা খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন।
নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান জানান, সাধারণ ভোটার ৫১৮ জন ও ৮৩ জন দাতা সদস্যের মধ্যে ৭৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে। অভিভাবক ভোট ৩৮০ ও দাতা ভোট ৬৩ কাস্ট হয়েছে। দিনব্যাপী সুষ্ঠ নিরপেক্ষ শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়েছে। তিনি আরও জানান, পাশ্ববর্তী উপজেলা টঙ্গীবাড়িতে স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যানকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। সে জন্য পর্যাপ্ত নিরাপত্তায় নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র মন্ডল জানান, ২০২০ সালে এরকম উৎসবমুখর পরিবেশে স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন হয়েছিলো। আজ আবার সে চিত্র দেখা গিয়েছে। ভোটারটা তাদের পছন্দের প্রতিনিধিদের ভোট দিয়ে নির্বাচিত করতে পেরেছেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :