কে কে এম রফিক বিন চৌধুরী নিজ এলাকার উন্নয়ন ও শিক্ষা বিস্তারে দলমতের উর্ধ্বে এসে কাজ করে রাজানগরকে এগিয়ে নিয়ে গেছে। তিনি রাজানগর রানীরহাট ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নিয়ে জমি দিয়ে অবদান রেখেছেন। এলাকার উন্নয়নে রফিক বিন চৌধুরীর অবদান অনস্বীকার্য।
১১ জুলাই দুপুর ১২টায় রফিকাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বৃহত্তর রাজানগরের সাবেক চেয়ারম্যান কে.কে. এম রফিক বিন চৌধুরী`র স্মরণসভায় প্রধান অতিথি`র বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার এসব কথা বলেন।
রফিকাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে স্মরণসভা বিদ্যালয় পরিচালন পরিষদের সভাপতি এম. আবু জাফর তালুকদারের সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য দেন ঢাকা অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের অধ্যাপক ডা. ওয়াকিল আহমদ। উদ্বোধক ছিলেন বিদ্যালয় প্রতিষ্ঠাতা সদস্য কে.আর.এম. পেয়ার উদ্দিন মাহমুদ চৌধুরী।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ ইউনুচ মিয়া`র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাজানগর রানীরহাট ডিগ্রি কলেজের প্রশাসনিক উপদেষ্টা অধ্যক্ষ এম আহসানুল করিম পীরজাদা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম আজিজুর রহমান, আবুল হাসেম ইবনে হাশেম, ব্যবসায়ী ও সমাজসেবক মুহাম্মদ ইউছুপ চৌধুরী, বিদ্যালয় পরিচালন পরিষদের সাবেক সভাপতি ইউছুপ মাতব্বর, বিদ্যালয়ের দাতা সদস্য কে.আর.এম খায়রুদ্দিন মাহমুদ চৌধুরী, কে.আর.এম শরফুদ্দীন মাহমুদ চৌধুরী, শিক্ষানুরাগী মোরশেদুল হক চৌধুরী রুবেল।
একুশে সংবাদ/ এসএডি
আপনার মতামত লিখুন :