চট্টগ্রামের পটিয়ায় ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ ৪ জন নিহত হয়েছে। গতকাল (১১ জুন) বৃহস্পতিবার রাত ১১টায় মহাসড়ের হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই মিলিটারি পুলের দক্ষিণ পাশের্ব হক্কানি পেপার মিলের সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, বোয়ালখালীগামী বালু বোঝায় ট্রাকের সাথে পটিয়াগামী সিএনজি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় সিএনজি অটোরিকশাটি ধুমড়ে মুচড়ে গেলেও ট্রাকের চালক পালিয়ে যায়। দুর্ঘটনায় নিহত ৩ জনের নাম পাওয়া গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত আরেকজনের নাম জানা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে এবং প্রশাসনে খবর দেয়। এ সময় সড়কের দুর্ঘটনাস্থলের দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনায় মহিলা ও শিশুসহ সিএনজি অটোরিক্সা চালক ঘটনাস্থলেই মারা যায়। নিহত ২ জন পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের মোঃ আলীর মেয়ে রুমি আকতার (৩০) ও একই এলাকার গিয়াস উদ্দিনেরর ছেলে ফাহিম (৫) বলে জানা যায়।
এছাড়াও সিএনজি অটোরিক্সা চালক মোঃ আনোয়ার প্রকাশ অনলাইন ড্রাইভারের (৩৭) বাড়ি পার্শ্ববর্তী বোয়ালখালী উপজেলার ১০ নং করলডেঙ্গা ইউনিয়নের আহল্লা শেখ চৌধুরী পাড়া। পটিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, সিএনজি অটোরিকশায় ৫ জন যাত্রী ছিল। এর মধ্যে ৪ জন মারা যায়। পটিয়া মেডিকেলে ২ জনের লাশ আনা হলে ও বাকি ২ জনের লাশ তাদের স্বজনরা নিয়ে গেছে। আহত আর ১ জনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দুর্ঘটনায় সিএনজি অটোরিক্সাটি ধুমড় মুচড়ে যায়। দূর্ঘটনার পর পটিয়া ফায়ার সার্ভিস, পটিয়া থানা ও কালারপোল পুলিশ ফাঁড়ির সদস্যরা দূর্ঘটনাস্থল হতাহতদের উদ্ধার করে মেডিকেলে প্রেরণ করেন। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন জানান, নিহতদের মধ্যে মা-ছেলের লাশ পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। গাড়ি ২টি আটক রয়েছে। তবে ঘাতক ট্রাকের চালক পালিয়ে যায়।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :