নেত্রকোনা জেলার কেন্দুয়ায় নদীতে নৌকায় জুয়া খেলার সময় জুয়ার আসর থেকে ৮ জন জুয়াড়ি আটক করেছে পুলিশ। শুক্রবার (১২ জুলাই) গভীর রাতে গোপন সূত্রের মাধ্যমে উপজেলার কান্দিউড়া ইউনিয়ন তাম্বুলিপাড়া পর্যটন এলাকায় বার্ণি নদীতে নৌকায় জুয়ার আসর থেকে অভিযান চালিয়ে ৮ জুয়াড়িকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, তারা আটপাড়া, মদন, নেত্রকোনা সদর ও নান্দাইল উপজেলার বাসিন্দা। নৌকা নিয়ে হাওর এলাকায় ভ্রাম্যমাণ অবস্থায় তারা জুয়া খেলা থাকে। গত তিনদিন আগে তারা এই এলাকায় এসে বার্ণি নদীতে নৌকায় জুয়া খেলা শুরু করে। অভিযান চালিয়ে তাদের নৌকা থেকে আটক করা হয় এবং অন্যরা পালিয়ে যায়।
এসময় তাদের সাথে ছিল জুয়া খেলার তাস, বিছানোর জন্য প্লাস্টিকের চট এবং তিন হাজার আশি টাকা।তারা সকলেই পেশাদার জুয়াড়ি। আটক হলেন- মো: রনি মিয়া (৩২), মো: হাবিকুল ইসলাম (৫৩), মো: শরিফ আহমেদ (২৯), মো: আলমগীর হোসেন (৫২), মো: রফিকুল ইসলাম (৩৫), মো: সুমন মিয়া (৩৬), মো: মোস্তাকিম ও আতাউর রহমান (৩০)। সবাই নেত্রকোনার বাসিন্দা।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক পিপিএম জানান, আটকদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে নেত্রকোনা বিজ্ঞ কোর্টে সোপর্দ করা হয়েছে।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :