AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালীগঞ্জে নিখোঁজের তিনদিন পর মাদ্রাসাছাত্র উদ্ধার


Ekushey Sangbad
ওমর ফারুক, কালীগঞ্জ, গাজীপুর
০৪:২৮ পিএম, ১৩ জুলাই, ২০২৪
কালীগঞ্জে নিখোঁজের তিনদিন পর মাদ্রাসাছাত্র উদ্ধার

গাজীপুর জেলার কালীগঞ্জে সাত বছরের মাদ্রাসাছাত্রকে নিখোঁজের তিনদিন পর উদ্ধার করা হয়েছে। পারিবার ও থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুলাই) তৌফিকুল ইসলাম সিফাত (৭) হারিয়ে যায়। সে উপজেলার পৌর এলাকার দূর্বাটি হিউম্যান বার্ড টিউটোরিয়াল মাদ্রাসার আবাসিক হোষ্টেলে থেকে পড়াশোনা করত।

নিখোঁজের পর তার পরিবার থানায় সাধারণ ডায়রি করে। তার গ্রামের বাড়ী উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ ভাদার্তী গ্রামে।

সিফাতের বাবা মোঃ রফিকুল ইসলাম প্রতিবেদককে জানান, গত বৃহস্পতিবার বিকালে অত্র মাদ্রাসা থেকে পালিয়ে বাড়ি ফেরার পথে সে হারিয়ে যায়। শনিবার (১৩ জুলাই) দুপুরে ওই মাদ্রাসার নিকটস্থ জয়নাল শিকদারের বাড়ীতে সিফাত এসে খাবার চায়। বাড়ির লোকজন মাদ্রাসা কর্তৃপক্ষকে খবর দিলে তারা সিফাতের পরিবারের স্বজন ও পুলিশে খবর দেয়। তিনি আরোও জানায় ওই সময় সিফাতকে খালি গায়ে ও বিপর্যস্ত অবস্থায় পাই।

এবিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাতাব উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ভিকটিমকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। তবে এ মূহুর্তে কিছু বলা যাচ্ছে না। বিষয়টি পুলিশের তদন্তনাধীন রয়েছে।

 

একুশে সংবাদ/সা.আ

Shwapno
Link copied!