AB Bank
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতে পাচার হওয়া ৫ বাংলাদেশি দেশে ফিরেছে


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
০১:৫৬ পিএম, ১৪ জুলাই, ২০২৪
ভারতে পাচার হওয়া ৫ বাংলাদেশি দেশে ফিরেছে

বিভিন্ন প্রলোভনে ভারতে পাচার হওয়া ৫ বাংলাদেশি সাজাভোগ শেষে দেশে ফিরেছে। আজ শনিবার সন্ধ্যায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের হস্তান্তর করেছে। বিষয়টি নিশ্চিত করেছন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি আজহারুল ইসলাম। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত আসা যুবক-যুবতীদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ গ্রহন করে।

ফেরত আসাদের মধ্যে ৪জন যুবক ও একজন যুবতী রয়েছে। যাদের বাড়ি খুলনা, যশোর ও রাজশাহী জেলার বিভিন্ন এলাকায়।

ওসি আজহারুল ইসলাম বলেন, ভালো কাজের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে এরা বিভিন্ন সময়ে অবৈধভাবে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিলেন। সেখানে কাজের সন্ধানে ঘুরাঘুরি করার সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশ তাদেরকে আটক করে। পরে আদালতে সোপর্দ করলে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদেরকে কারাগারে পাঠায়।

পরে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ইমিগ্রেশনের মাধ্যমে তারা দেশে ফিরেছেন। তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংস্থা গ্রহণ করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে বলে জানান তিনি।

জাস্টিস অ্যান্ড কেয়ার যশোরের উর্ধ্বতন প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন জানান, ফেরত আসাদের জাস্টিস অ্যান্ড কেয়ারের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরবর্তীতে তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌছে দেওয়া হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!