AB Bank
ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিজয়নগরে সালিশের নামে নারী নির্যাতনে গ্রেফতার দুই


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
০৬:২০ পিএম, ১৪ জুলাই, ২০২৪
বিজয়নগরে সালিশের নামে নারী নির্যাতনে গ্রেফতার দুই

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে মোবাইল ফোন চুরির অপবাদে শারমিন আক্তার (৩০) নামে এক গৃহবধূকে সালিশকারকদের নির্দেশে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকা জুড়ে তোলপাড় শুরু হয়েছে।

গত সোমবার (৮ জুলাই) উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের হুমায়ুন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, ৮ জুলাই মহেশপুর গ্রামের হারুন মিয়ার মোবাইল চুরি হলে, চৌকিদার মহরম আলীর স্ত্রী শারমিনকে অপবাদ করে ওইদিনই গ্রামের মাতব্বর ইসহাক মেম্বার (৩৮) ও হোসেন মেম্বারের (৫০) নেতৃত্বে এলাকার জনগণের সামনে সালিশ ডাকেন।

সালিশে শারমিন স্বীকারোক্তি না দেওয়াতে জনসম্মুখে পিটিয়ে পানি ঢেলে নির্যাতন করা হয়। ওই নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে থানা পুলিশের হস্তক্ষেপে বে-আইনি সালিশকারক ইসহাক ও হোসেন মেম্বারকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে বিজয়নগর থানার ওসি (তদন্ত) হাসান জামিল জানান, নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রত্যক্ষ জড়িত দুই সালিশকারককে (মেম্বার) শনিবার (১৩ জুলাই) সন্ধায় গ্রেফতার করে। ২-৩জন অজ্ঞাতসহ মোট ৭জনকে আসামি করে নির্যাতন ও বিশেষ ক্ষমতা আইনে নির্যাতিতা শারমিন ২টি মামলা করেন। গ্রেফতার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

 

একুশে সংবাদ/সা.আ

Link copied!