গাইবান্ধা জেলায় বন্যার্তদের মাঝে র্যাব এর পক্ষ থেকে চিকিৎসা সেবা ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১৪ জুলাই) দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কোচখালি চরে ৫‘শ বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন র্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মোঃ হারুন অর রশিদ, বিপিএম (সেবা)। এসময় আরো উপস্থিত ছিলেন গাইবান্ধা পুলিশ সুপার মো. কামাল হোসেন, র্যাব ফোর্সেস এর অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস্), র্যাব-১৩ এর অধিনায়ক ও র্যাব ফোর্সেস এর উর্দ্ধতন কর্মকর্তারা।
নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী যেমন চাল, ডাল, আটা, শুকনো খাবার, চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
র্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মোঃ হারুন অর রশিদ বলেন, বন্যা এবং বন্যা পরবর্তী সময়ে খাদ্য সংকট, পানীয় জলের দুষ্প্রাপ্যতা এবং বিভিন্ন ধরণের পানিবাহিত রোগের ব্যাপারে র্যাব জনমানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। এছাড়াও স্থানীয় প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই দুর্যোগ মোকাবেলায় সৃষ্ট বন্যায় খাবার ও বিশুদ্ধ পানির সংকটে বানভাসী মানুষেরা অসহায় দিন কাটাচ্ছে। বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসার অভাবে বন্যার্ত মানুষজন নানাবিধ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে।
অনেক পানিবন্দী মানুষ যারা ত্রাণ পাচ্ছিলেন না এধরণের অসহায় মানুষদেরকে খুঁজে বের করে র্যাবের পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে। বন্যা পরিস্থিতিকে কাজে লাগিয়ে কেউ যেন আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সেজন্য র্যাব ফোর্সেস নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :