জয়পুরহাটে র্যারে পরিচয় দিয়ে প্রতারনাকালে প্রতারক চক্রের মূল হোতাসহ দুইজনকে আটক করেছে সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা। শনিবার বিকালে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মাষ্টারপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ভূয়া র্যাব সদস্য তরিকুল ইসলাম সোহাগ নাটরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর বাজারের জাহাঙ্গীর আলমের ছেলে ও তার সহযোগী নাঈম হোসেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চোকবিলা গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।
রোববার (১৩ জুলাই) সন্ধ্য়ায় সিপিসি-৩, র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ক্যাম্প কমান্ডার জানান, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মাস্টারপাড়া এলাকার জনৈক আজিজুলের নিকট বাংলাদেশ বিমান বাহিনীর সিভিল গাড়ি চালক পদে ১২ লক্ষ টাকার বিনিময়ে চাকুরী দেওয়ার চুক্তিবদ্ধ হয়। পরে পরীক্ষার প্রশ্নপত্র দেয়ার নামে অগ্রিম ২৬ হাজার টাকা দাবি করলে আজিজুলের মনে সন্দেহ হয়। এসময় ওই এলাকায় র্যাবের একটি টহল গাড়ি দেখে সে বিষয়টি তাদের অবগত করলে তাদের আটক করে র্যাব সদস্যরা। এসময় তাদের নিকট থাকা মোটরসাইকেল তল্লাশী করে মোটরসাইকেলের সিটের নিচ থেকে একটি র্যাবের কটি ও নগদ ৮,২৫০ টাকা উদ্ধার করে।
আটক তরিকুল নিজেকে বাংলাদেশ পুলিশের এসআই ও বর্তমানে র্যাব-৫, নাটোর ক্যাম্পে সদস্য এবং নাইম বাংলাদেশ বিমান বাহিনীর অফিস সহায়কের পরিচয়ে বিভিন্ন চাকুরী প্রত্যাশীদের নিকট চাকুরী দেয়ার নামে র্দীঘদিন ধরে প্রতারণা করে আসছে বলেও র্যাব জানায়।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :